রাজধানীর হোটেল থেকে ব্রিটিশ নাগরিকের মরদেহ উদ্ধার
রাজধানীর উত্তরার একটি হোটেল থেকে ডুগাল্ড ফিনলেসন (৬০) নামে এক ব্রিটিশ নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে মরদেহ উদ্ধার করা হয়। বিকেলে বিষয়টি এনটিভি অনলাইনকে জানিয়েছেন উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহিরুল ইসলাম।
মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘সকালে খবর পেয়ে আমরা উত্তরা পূর্ব থানার চার নম্বর সেক্টরের ওই হোটেল থেকে মরদেহটি উদ্ধার করি। তারপর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
ওসি মোহাম্মদ জহির আরও বলেন, ‘হোটেলের দ্বিতীয় তলায় ১০৮ নম্বর রুমের বাথরুম থেকে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। আমরা জেনেছি, ডুগাল্ড ফিনলেসন গত ২০ সেপ্টেম্বর ভ্রমণ ভিসা নিয়ে বাংলাদেশে এসে ওই হোটেলে ওঠেন।’
মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘গতকাল বুধবার রাতে খাবার খেয়ে এসে ঘুমিয়ে পড়েন ডুগাল্ড ফিনলেসন। কিন্তু, আজ সকালে তাঁকে ডাকাডাকি করলে কোনো সাড়া পাওয়া যায়নি। পরে দরজা ভেঙে ঢুকে দেখা যায়, তিনি বাথরুমে পড়ে আছেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।’