রাজধানীসহ বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন
রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। দেশের একাধিক স্থানে গতকাল শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনবিরোধী বিক্ষোভ হয়। এরপর রাতে ঢাকাসহ বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্যান্য বাহিনীর সঙ্গে মাঠে থেকে দায়িত্ব পালন করছেন বিজিবির সদস্যেরা।
বিজিবির পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান এনটিভি অনলাইনকে বলেন, ‘রাজধানীসহ সারা দেশে প্রয়োজনীয় সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে। তবে কত সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে তা এখন নির্দিষ্ট করে বলা সম্ভব হচ্ছে না।’
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গতকাল শুক্রবার দুই দিনের সফরে বাংলাদেশে আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
গতকাল শুক্রবার নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে মুসল্লি, সরকারি দলের লোকজন ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। চট্টগ্রামের হাটহাজারীতে বিক্ষোভ সংঘর্ষ হয়। সেখানে গুলিবিদ্ধ হয়ে চারজন নিহত হয়। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভে একজন নিহত হয়।