রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

সড়ক দুর্ঘটনা ফাইল ছবি।
রাজবাড়ীর কালুখালীতে অজ্ঞাত পরিচয় গাড়ির ধাক্কায় সিরাজুল ইসলাম বিশ্বাস (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। আজ রোববার সন্ধ্যায় উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের দুর্গাপুর নামক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত পথচারী সিরাজুল ইসলাম বিশ্বাস উপজেলার গঙ্গানন্দপুর এলাকার ইয়াকুব আলী বিশ্বাসের ছেলে। পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, নিহত সিরাজুল ইসলাম বিশ্বাস সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাজার থেকে ওষুধ নিয়ে মহাসড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত পরিচয় একটি গাড়ির ধাক্কায় মহাসড়কের পাশে পড়ে থাকেন। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি জানান, গাড়িটি শনাক্ত করে আটকের চেষ্টা করছে হাইওয়ে পুলিশ।