গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় কৃষকের মৃত্যু

প্রতীকী ছবি
গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় পরেশ বালা (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৭টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার কংশুর বাসস্ট্যান্ডের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পরেশ বালা গোপালগঞ্জ সদর উপজেলার আড়ুয়া কংশুর গ্রামের মৃত রূপচাঁদ বালার ছেলে।
গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ইমানুর রহমান জানান, সকালে নিজ জমিতে কৃষিকাজ শেষ করে বাড়ি ফিরছিলেন পরেশ বালা। হেঁটে রাস্তা পার হওয়ার সময় কংশুর এলাকায় অজ্ঞাতনামা বেপরোয়া গতির পিকআপ চালক পরেশকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট সম্পন্ন করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।