রাজশাহীতে ওয়ার্কার্স পার্টির ভবনে ধস
রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্ট এলাকায় অবস্থিত ওয়ার্কার্স পার্টির একটি কার্যালয় ধসে পড়েছে। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ওই ভবনে উদ্ধার অভিযান চালায়। তবে ধসেপড়া অংশে কাউকে পাওয়া যায়নি। ভবনটিতে কেউ বসবাস না করায় হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুর রশিদ জানান, নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে ১৯৫৪ সালে স্থাপিত কুঞ্জ ভবন নামের ওই দোতলা ভবনটির ওপরে ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগর ও জেলা কার্যালয় রয়েছে। এ ছাড়া নিচতলায় রয়েছে রাজশাহী প্রেসক্লাব। কয়েক বছর আগে পাশেই একটি বহুতল ভবন নির্মিত হলে দোতলা ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এরপরও সেখানে ওয়ার্কার্স পার্টি ও প্রেসক্লাবের কার্যক্রম চলছিল।
আব্দুর রশিদ জানান, আজ সকালে ভবনটির দোতলার সামনের কিছু অংশ হঠাৎ ধসে পড়ে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ভবনটি বিপজ্জনক বলে ঘোষণা করা হয়েছে। ভবনটিতে লাল ফিতা টানিয়ে দিয়েছে ফায়ার সার্ভিস।