রাজশাহীতে করোনা উপসর্গে কলেজশিক্ষকের মৃত্যু
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজশাহীতে কাবীর আহমাদ (৫০) নামের একজন কলেজশিক্ষকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত ১২টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মৃত কাবীর আহমাদ সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
গত ২৮ জুলাই কাবীর আহমাদ করোনা উপসর্গ নিয়ে রামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি হয়েছিলেন।
হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, ‘নমুনা পরীক্ষার আগেই কাবীর আহমাদ মারা যান। তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনি করোনা আক্রান্ত ছিলেন কি না, তা নমুনা পরীক্ষার পর বলা যাবে।’
কাবীর আহমাদ রাজশাহী নগরীর মহিষবাথান এলাকায় পরিবার নিয়ে থাকতেন। তাঁর গ্রামের বাড়ি নওগাঁ জেলার পোরশা উপজেলায়। ১৮তম বিসিএস ব্যাচের এই কর্মকর্তা রাজশাহী মহিলা কলেজে যোগ দেওয়ার আগে রাজশাহী সরকারি সিটি কলেজ এবং রাজশাহী কলেজে শিক্ষকতা করেছেন।