রাজশাহীতে নৌকাডুবির ৮ দিন পর মিলল ভাইবোনের লাশ
রাজশাহীর পবা উপজেলার হারুপুর নবগঙ্গা এলাকায় পদ্মা নদীতে ১৩ যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই শিক্ষার্থীর গলিত লাশ আট দিন পর ঘটনাস্থলে ভেসে উঠেছে। স্থানীয়রা লাশ দুটি উদ্ধার করেছেন।
রাজশাহী নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি মাসুদ ঘটনার বিষয়ে জানান, নৌকাডুবিতে নিখোঁজ অষ্টম শ্রেণির ছাত্র রিমন এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) বিবিএ তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী সাদিয়া ইসলাম সূচনার গলিত লাশ আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলেই ভেসে ওঠে। তারা একে অপরের খালাতো ভাইবোন। খবর পেয়ে তাদের মামা এসে লাশ দুটি চিহ্নিত করেছেন।
গত ২৫ সেপ্টেম্বর বিকেলে পদ্মা নদীতে বেড়ানোর সময় ১৩ যাত্রী নিয়ে নবগঙ্গা এলাকায় একটি ছোট্ট নৌকা ডুবে যায়। এ সময় ১১ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও অপর দুজন নিখোঁজ হন। তিন দিন উদ্ধার অভিযান চালিয়েও ফায়ার সার্ভিসের ডুবুরিরা তাদের উদ্ধার করতে পারেননি।
নিহতদের বাড়ি পবা উপজেলার দামকুড়া থানার খোলাবনা গ্রামে বলে জানান কাশিয়াডাঙ্গা থানার ওসি এম এম মাসুদ পারভেজ।