রাজশাহীতে ‘মাদক ও উগ্রবাদ প্রতিরোধে করণীয়’ শীর্ষক কর্মশালা
রাজশাহীতে ‘উগ্রবাদ ও মাদক প্রতিরোধে যুব সমাজের করণীয়’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার রাজশাহী কলেজ মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠিত এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক।
অতিরিক্ত পুলিশ কমিশনার সুজায়েত ইসলামের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল খালেক, সাবেক অধ্যক্ষ অধ্যাপক হবিবুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোরশেদা বিনতে ফেরদৌস হাবিব ও দি এশিয়া ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক সাদাত সদরুদ্দিন শিবলী।
দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় মানবকল্যাণ পরিষদ আয়োজিত কর্মশালায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০০ শিক্ষার্থী অংশ নেয়। তাদের উদ্দেশে পুলিশ কমিশনার বলেন, মাদক ও উগ্রবাদ থেকে দূরে থাকতে হবে। মাদকাসক্ত ব্যক্তি পরিবার ও সমাজের বোঝা। তারা দেশকে কিছুই দিতে পারে না। অনেক মেধাবী তরুণ মাদকের ছোবলে নষ্ট হয়ে গেছে। সবাইকে বন্ধু নির্বাচনে সতর্ক হতে হবে।
পুলিশ কমিশনার বলেন, যুবক বয়সেই মাদকের বিরুদ্ধে যুদ্ধ করার উৎকৃষ্ট সময়। মাদকের বিরুদ্ধে যুব সমাজ সোচ্চার হলে সফলতা আসবে। তাই যুব সমাজকে সৃষ্টিশীল কাজে আত্মনিয়োগ করতে হবে।
কর্মশালায় করোনাকালীন পুলিশ কোভিড অক্সিজেন ব্যাংক, মানবিক সহায়তা, মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণ এবং সাইবার ক্রাইম রোধকল্পে অনন্য ভূমিকা রাখায় পুলিশ কমিশনারকে সম্মাননা স্মারক প্রদান করে এশিয়া ফাউন্ডেশন ও মানবকল্যাণ পরিষদ।