রাজশাহীতে স্থাপিত হলো নিরাপদ পানির প্ল্যান্ট ‘প্রবাহ’
রাজশাহীতে প্রথমবারের মতো ‘প্রবাহ’ ও রাজশাহী সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে স্থাপিত হলো নিরাপদ খাবার পানির প্ল্যান্ট ‘প্রবাহ’। আজ বৃহস্পতিবার নগরীর পদ্মা গার্ডেনে ‘প্রবাহ’ প্রকল্পের একটি প্ল্যান্ট উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএটি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক শেহজাদ মুনীম, রাজশাহী শহরের ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ১ নম্বর প্যানেল মেয়র শরীফুল ইসলাম বাবু, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা সৈয়দ মাহমুদুল ইসলাম, বিএটি বাংলাদেশের হেড অব লিগ্যাল অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স মুবিনা আসাফ এবং হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স শেখ শাবাব আহমেদ।
সিটি মেয়র জানান, প্রতিদিন এই প্ল্যান্ট থেকে পাঁচ হাজার লিটার বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হবে। পার্কে আগত ১০ হাজারের মতো মানুষ এ সুবিধা গ্রহণ করতে পারবেন৷