রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অর্থনীতিতে প্রভাব পড়বে না : পরিকল্পনামন্ত্রী
বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সড়কে চাঁদাবাজি বন্ধ রাখতে নজরদারি বাড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, নির্দেশ দিয়ে বাজার চালানো যায় না, কেউ পারে না। দ্রব্যমূল্যের দাম যেভাবে বাড়ছে আসলে সেটা স্বস্তির বিষয় না। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আমাদের অর্থনীতিতে প্রভাব পড়বে না।
সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে শনিবার দুপুরে হার্ট ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এসময় বিএনপির রাজনীতি প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, বিএনপিকে নির্বাচনে আনা আমাদের দায়িত্ব না। বিএনপি তার নিজস্ব রাজনীতি করে। তাদেরও কিছু কর্মসূচি আছে। তারা নির্বাচনে আসবে কি না সেটা তাদের ব্যাপার। সুতরাং আগ বাড়িয়ে কোন দলকে উপদেশ দেওয়া আমি গ্রহণযোগ্য মনে করি না। আওয়ামী লীগ কি করবে, বন্ধু হিসেবে অনেকে অনেক মন্তব্য করতে পারে।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান আরও বলেন, ‘আমার জানা মতে ইউক্রেনের সঙ্গে সরাসরি বাণিজ্য এমন অবস্থায় নয় যে, আমাদের সম্পর্কে ও বাণিজ্যে ধস নামবে। বরং কোনো কোনো ক্ষেত্রে আমাদের যে বাজার আছে পশ্চিমে, সেখানে আমাদের দেশের কাপড়, মাছ, মাংস যাবেই। সেগুলো তো আটকানোর কথা না। আর আমাদের আরেক বন্ধু রাষ্ট্র রাশিয়ার সঙ্গে বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় কাজ হলো রূপপুর পারমাণবিক প্রকল্প। তারা আমাদের ঋণ দিয়েছে। আমরা ঋণ গ্রহণ করেছি। কাজও চলছে। আশা করি এই প্রকল্প রাশিয়ার সঙ্গে বাংলাদেশের কোন সমস্যা হবে না।’