রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহায়তা করবে, আশা পররাষ্ট্রমন্ত্রীর
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং আজ বুধবার সচিবালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, চীন এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তার জন্য দ্রুততম সময়ে বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে সহায়তা অব্যাহত রাখবে।
পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে কোভিড-১৯ মহামারি মোকাবিলায় চীন সরকার ও চীনা রাষ্ট্রদূতের সহায়তার প্রশংসা করেন। বিশেষ করে বাংলাদেশকে ৫০ মিলিয়ন ডোজ উপহার ও এদেশে ৭৭ মিলিয়ন ডোজ টিকার বাণিজ্যিক সরবরাহ লাইন খোলার জন্য।
পররাষ্ট্রমন্ত্রী ও বিদায়ী রাষ্ট্রদূত বহুপাক্ষিক ইস্যুতে মতবিনিময় করেন। ড. মোমেন রাষ্ট্রদূত লি জিমিংকে তাঁর ভবিষ্যৎ প্রচেষ্টার সাফল্য কামনা করেন।