র্যাব-মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোলাগুলি, রোহিঙ্গা নারী নিহত
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আল ইয়াকিন সন্ত্রাসীদের গোলাগুলি হয়েছে। আজ সোমবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।
এ সময় এক রোহিঙ্গা নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে র্যাবের কয়েকজন সদস্য আহত হওয়ার খবরও শোনা গেছে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের কোনাপাড়া এলাকায় নোম্যান্স ল্যান্ডের শূন্যরেখায় অবস্থানরত রোহিঙ্গা আশ্রয়কেন্দ্রের পাশের এলাকায় র্যাব সদস্যদের সঙ্গে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আল ইয়াকিন সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। র্যাবের অভিযানের খবর পেয়ে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সন্ত্রাসীরা অতর্কিতভাবে র্যাবের ওপরে গুলি চালায়। র্যাবও পাল্টা গুলি চালালে দুই পক্ষের মধ্যে বেশকিছুক্ষণ গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষের গোলাগুলিতে শূন্যরেখার আশ্রয়কেন্দ্রের এক রোহিঙ্গা নারীর মৃত্যু হয়। অস্ত্রধারীদের গুলিতে র্যাবের এক সদস্যও গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত অবস্থায় তাঁকে উদ্ধার কক্সবাজার হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিক হতাহতদের নাম জানা যায়নি।
দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় সীমান্তবর্তী তুমব্রু বাজারসহ আশপাশের এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিজিবি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টান্টু সাহা বলেন, তুমব্রু শূন্যরেখা আশ্রয়কেন্দ্রের কোনাপাড়া এলাকায় র্যাবের সঙ্গে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আল ইয়াকিন সন্ত্রাসীদের গোলাগুলির খবর পেয়েছি। তবে হতাহতের বিষয়ে এখনো কোনো তথ্য জানতে পারিনি। পুলিশ ঘটনাস্থলে গেছে। বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।