দিনাজপুরে প্রাচীন কালোপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার, আটক ২

দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের আমরত শাহপাড়া গ্রামে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩, সিপিসি-১-এর অভিযানে ৯ কেজি ২৫০ গ্রামের ওজনের একটি কালো পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার (১৩ অক্টোবর) দুপুরে পরিচালিত এ অভিযানে দুজনকে আটক করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, নায়েব সুবেদার ইউনুস আলীর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আমরত শাহপাড়া গ্রামের আব্দুল মাজেদ (৫০) এবং বীরগঞ্জ উপজেলার ভোগডোমা গ্রামের আলী আজমকে (৬৫) আটক করা হয়েছে।
র্যাব জানায়, আব্দুল মাজেদের রান্নাঘর থেকে উদ্ধার করা মূর্তিটি কালো পাথরের তৈরি। এর দৈর্ঘ্য ২০.৪ ইঞ্চি ও প্রস্থ ৯.২ ইঞ্চি। মূর্তির পাদদেশে চারটি ছোট মূর্তি, পাশে দুটি ভক্ত সদৃশ মূর্তি এবং উপরে নকশা খোদাই করা আছে। কিছু অংশ ভাঙা ও ঘষামাজা অবস্থায় পাওয়া গেছে।
প্রাথমিক তদন্তে জানা যায়, আটকরা দীর্ঘদিন ধরে একটি আন্তর্জাতিক পাচার চক্রের সঙ্গে যুক্ত ছিল এবং তারা মূর্তিটি পার্শ্ববর্তী দেশে পাচারের চেষ্টা করছিল।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক বলেন, “র্যাব আটক দুজনকে থানায় হস্তান্তর করেছে। উদ্ধারকৃত মূর্তিটি কালো পাথরের বিষ্ণু মূর্তি বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।”
র্যাব-১৩ সূত্রে আরও জানা যায়, এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন-এর ২৫(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মূর্তিটি যাচাইয়ের জন্য কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘরে পাঠানো হয়েছে এবং বর্তমানে সরকারি হেফাজতে রাখা আছে।