বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের ৩ ইউনিটই বন্ধ, ১৬ জেলায় লোডশেডিং

দিনাজপুরের বড়পুকুরিয়ায় দেশের উত্তর অঞ্চলের একমাত্র কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন গত বৃহস্পতিবার ৩ নম্বর ইউনিট ও গতকাল সোমবার ১ নম্বর ইউনিট বন্ধ হয়ে গেছে। এর ফলে তাপ বিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটই বন্ধ। এখন আর এই বিদ্যুৎকেন্দ্র থেকে কোনো বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। জাতীয় গ্রিডে কোনো বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না।
বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল সোমবার সকাল সাড়ে ৭টায় ১ নম্বর ইউনিটটি বন্ধ হয়ে যায়। এর আগে বৃহস্পতিবার ৩ নম্বর ইউনিট বন্ধ হয়। আর ২ নম্বর ইউনিটটি প্রায় ছয় বছর ধরে অকেজো অবস্থা পড়ে আছে।
বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় ভারী, মাঝারি শিল্পকারখানা ও আটোরাইস মিলে উত্তর অঞ্চলের ১৬ জেলায় বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে।
এতে রংপুর ও রাজশাহী বিভাগের ১৬ জেলায় ছোট-বড় শিল্পপ্রতিষ্ঠান, ব্যবসা-বাণিজ্যসহ সব ধরনের স্বাভাবিক কাজে বিঘ্ন ঘটছে। লোডশেডিংয়ের কারণে ইপিজেড এবং তৈরি পোশাক কারখানার কাজও ব্যহত হচ্ছে।
তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে ইউনিট দুটি বন্ধ হয়ে গেছে। মেরামত না করা পর্যন্ত কোনোভাবেই তা চালু করা সম্ভব হচ্ছে না। তবে আমরা অতি দ্রুত সময়ে অর্থাৎ এক সপ্তাহের মধ্যে দুটি ইউনিট চালুর চেষ্টা করছি।
বড়পুকুরিয়া কয়লাখনির উৎপাদিত কয়লা দিয়ে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রে ৫২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে তিনটি ইউনিট চালু ছিল। এখানে প্রতিদিন পাঁচ হাজার ২০০ মেট্রিক টন কয়লা লাগত।