হাজী দানেশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন কাল
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার (২২ নভেম্বর)। এই সমাবর্তন অনুষ্ঠানকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এখন সাজ সাজ রব।
এতে স্বাগত বক্তব্য দেবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম এনামুল্লাহ। সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার সভাপতিত্ব করবেন ও অনুষ্ঠানের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে বক্তব্য দেবেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
এবারের সমাবর্তনে অংশ নিতে ফরম পূরণ করেছেন মোট আট হাজার ৩৩ জন শিক্ষার্থী। ২০১০ সালের পর থেকে অর্থাৎ সপ্তম ব্যাচ থেকে ২০তম ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে এই সমাবর্তনের আয়োজন করা হয়েছে। এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল ২০১০ সালের ৯ ডিসেম্বর।
সমাবর্তনকে কেন্দ্র করে প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন, আবাসিক হলসহ সব ভবনে আকর্ষণীয় আলোকসজ্জা করা হয়েছে। তোরণ নির্মাণ, ব্যানার-ফেস্টুন ও সৌন্দর্যবর্ধনকারী পতাকায় পুরো ক্যাম্পাসে এখন উৎসবের আমেজ চলছে।

ফারুক হোসেন, দিনাজপুর