লকডাউনে ৩০০ পরিবারে শিশুখাদ্য পৌঁছে দিয়েছে ছাত্রলীগ
করোনা মহামারির দুঃসময়ে ঘরে ঘরে শিশুখাদ্য পৌঁছে দিচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। গত সাত দিনে প্রায় ৩০০ পরিবারের কাছে গুঁড়ো দুধসহ নানান ধরনের শিশুখাদ্য পৌঁছে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। আর এ উদ্যোগে গ্রহণ করছেন ছাত্রলীগের উপ-সমাজসেবা সম্পাদক ও ডাকসুর সাবেক সদস্য তানভীর হাসান সৈকত।
এ উদ্যোগ সম্পর্কে ছাত্রলীগের নেতারা বলেছেন, করোনা পরিস্থিতিতে অসংখ্য মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এসব পরিবারে অনেক শিশুও রয়েছে। অভাব অনটনের কারণে শিশুর জন্য দুধ ও অন্যান্য খাবার কেনা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। এমন পরিবারগুলোকে বাছাই করে আমরা গুঁড়ো দুধসহ শিশুদের উপযোগী খাবার পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছি।
ছাত্রলীগ নেতারা আরও জানান, প্রতিদিনই শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় অসহায় মায়েদের হাতে বিনামূল্যে শিশুদের জন্য খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। কর্মহীন পরিবারগুলোর জন্য এ সহায়তা কিছুটা হলেও স্বস্তিদায়ক বলে মনে করেন নেতারা।
এ বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এনটিভি অনলাইনকে বলেন, ‘সময়ের প্রয়োজনে সাধারণ মানুষের পাশে সবসময় বাংলাদেশ ছাত্রলীগ থাকে। করোনা পরিস্থিতিতেও তারই ধারাবাহিকতা অব্যাহত রেখেছে ঐতিহ্যবাহী এ সংগঠনটি।’
ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয় এনটিভি অনলাইনকে বলেন, ‘জাতীয় যেকোনো দুর্যোগে বরাবরই ছাত্রলীগ সাধারণ মানুষের পাশে রয়েছে। এরই ধারাবাহিকতায় করোনাকালীন এ দুর্যোগের ভেতরেও আমাদের সেবামূলক কার্যক্রম চলমান রয়েছে। এবার আমরা আরও কযেকটি নতুন সেবা গ্রহণ করেছি। এর মধ্যে রোগী পরিবহনে অ্যাম্বুলেন্সসেবা, শিশুখাদ্য, সেহেরি ও ইফতার বিতরণ। সময়ের প্রয়েজনে আমাদের এ কর্যক্রম চলমান থাকবে।’
করোনায় শিশুখাদ্য পেতে যোগাযোগ করুন : ০১৭২৩৬০৯১৫৭, ০১৭০৩৯৮৫৪০১, ০১৭১৩৬৩৩২৭৯, ০১৭৭৩৯৭৫২৭৭ ও ০১৬৮৪০২৩৪১১ নম্বরে।