লুটপাটের জন্য ডিজেল-কেরোসিনের মূল্য বাড়ানো হয়েছে : আমিনুল হক
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কেরোসিন, ডিজেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম অস্বাভাবিক বৃদ্ধি এবং গণপরিবহণে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে জনমত গড়তে সারা দেশে লিফলেট বিতরণ করা হচ্ছে। কর্মসূচির দ্বিতীয় দিনে আজ মঙ্গলবার সকালে রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় লিফলেট বিতরণ করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক।
পথচারী ও আশপাশের দোকানগুলোতে এই লিফলেট দিয়ে জনগণকে সচেতন হওয়ার এবং প্রতিবাদ জানাতে আহ্বান জানানো হয়।
এ সময় আমিনুল হক বলেন, জনগণের মতামতের কোনো মূল্য দিচ্ছে না সরকার। যখন যেভাবে যা চাচ্ছে, গায়ের জোরে সেটাই প্রতিষ্ঠা করছে। সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে মানুষকে পিষ্ট করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সঙ্গে কেরোসিন, ডিজেল ও এলপি গ্যাসের দাম বৃদ্ধি করেছে। মূলত লুটপাট করে বিদেশে অর্থ পাচার করতেই আওয়ামী লীগ সরকার এসব জিনিসের দাম বাড়িয়েছে। জনগণের পকেট কেটে বেগমপাড়ায় অর্থ সম্পদের পাহাড় করছে।
আমিনুল হক বলেন, ঐক্যের মাধ্যমে এই স্বৈরাচার আওয়ামী লীগ সরকারকে হটিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও আইনের শাসন কায়েম করতে হবে।
লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন পল্লবী ও রূপনগর জোনের সাংগঠনিক টিম প্রধান ও যুগ্ম আহ্বায়ক মোস্তফা জামান, সদস্য আমজাদ হোসেন মোল্লা, মাহবুবুল আলম মন্টু ও মোহাম্মদ হানিফ মিয়া, রূপনগর থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. মুজিবুল হক প্রমুখ।