শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সদ্য নিয়োগপ্রাপ্ত চার বিচারপতির মধ্যে তিন জন শপথ নিয়েছেন। আজ রোববার বেলা পৌনে ১১ টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তাঁদের শপথ বাক্য পাঠ করান। সদ্য নিয়োগপ্রাপ্ত চার বিচারপতির মধ্যে এফ আর এম নাজমুল আহাসান হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাঁর শপথ পরে হবে। আজকের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর।
শপথ নেওয়া তিন বিচারপতি হলেন- বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ। অপর বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাঁর শপথ পরে পাঠ করাবেন প্রধান বিচারপতি।
এর আগে গতকাল শনিবার রাতে রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চার বিচারপতি নিয়োগ দেন। আজ রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে বর্তমানে আপিল বিভাগে চার বিচারপতি মধ্যে রয়েছেন- বিচারপতি মোহাম্মদ ইমান আলী, বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি ওবায়দুল হাসান। আপিল বিভাগে নতুন চার বিচারপতি নিয়োগ দেওয়ায় বিচারপতির সংখ্যা দাঁড়াল আট জনে।