শিক্ষার্থীর ফলাফল পুনঃমূল্যায়নের নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয়, রুল জারি
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/08/01/college.jpg)
ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত
ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ফলাফল পুনঃমূল্যায়নের বিষয়ে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন অবৈধ এবং বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
আজ সোমবার হাইকোর্টের বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আখতারুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
আদেশের বিষয়টি নিশ্চিত করে রিটকারীর আইনজীবী ব্যারিস্টার মো. শিহাবুদ্দীন খান বলেন, এ বিষয়ে শিক্ষার্থীর অভিভাবকের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশটি দেওয়া হয়েছে।
এর আগে ওই বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের মাস্টার্স পরীক্ষার্থী জারমিনা রহমানের চূড়ান্ত ফলাফল ঘোষণায় অনিয়মের (ঘষামাজা) অভিযোগ আনা হয়। এরপর ওই পরীক্ষার্থী তার ফলাফল পুনঃমূল্যায়নের আবেদন করেন। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেক্ষেত্রে নিষ্ক্রিয়তা ভূমিকা পালন করে।