শেবাচিম হাসপাতালে করোনা ও উপসর্গে মৃত্যুর সংখ্যা হাজার ছাড়াল
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/07/25/barishal_corona_pic.jpg)
বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আইসোলেশন ওয়ার্ডে ১১ এবং করোনা ওয়ার্ডে চারজনের মৃত্যু হয়েছে।
আজ রোববার সকালে হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আর এ নিয়ে গত বছরের শুরু থেকে এ পর্যন্ত শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে মোট মৃত্যু হয়েছে এক হাজার একজনের। এরমধ্যে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৭২৪ জন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়ে ২৭৭ জনের মৃত্যু হয়েছে।
এদিকে উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৭২৪ জনের মধ্যে ৬১ জনের করোনার নমুনা পরীক্ষার রিপোর্ট এখনো হাতে পাওয়া যায়নি। প্রতিদিন শেবাচিমের আরটিপিসিআর ল্যাবে ১৬০ থেকে ১৭০টি নমুনা পরীক্ষা করা হয়।
হাসপাতাল পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে করোনা ও আইসোলেশন ওয়ার্ডে ৩৩০ জন চিকিৎসাধীন। এদের মধ্যে ১৩৬ জন করোনা ওয়ার্ডে এবং ১৯৪ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
এ পর্যন্ত এ হাসপাতালে চার হাজার ১৭৫ জন আইসোলেশন ওয়ার্ডে এবং এক হাজার ৮০৭ জন করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছে। যারমধ্যে আইসোলেশন ওয়ার্ড থেকে তিন হাজার ২৫১ জন এবং করোনা ওয়ার্ড থেকে এক হাজার ৪০১ জন রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ১০ মার্চ শেবাচিম হাসপাতালের নতুন পাঁচতলাবিশিষ্ট ভবনে করোনা ইউনিটের যাত্রা শুরু হয় এবং ১৭ মার্চ থেকে এখানে রোগী ভর্তি হয়ে চিকিৎসাসেবা গ্রহণ করেন।