শেরপুরে আওয়ামী লীগের সম্মেলন শুরু
শেরপুরে আনুষ্ঠানিকভাবে দুপুর সাড়ে ১২টার দিকে আওয়ামী লীগের সম্মেলন শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার দীর্ঘ ৭ বছর পর শেরপুর পৌরপার্কে অনুষ্ঠিত হচ্ছে এ কাউন্সিল। কাউন্সিলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি আসেননি। ‘ঢাকায় রাজনৈতিক কর্মসূচির কারণে উপস্থিত হতে পারেননি’ বলে জানা গেছে।
সম্মেলন উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনে কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, কেন্দ্রীয় সদস্য মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং প্রমুখ।
সম্মেলনে সভাপতিত্ব করছেন জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান আতিক। সঞ্চালনা করছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল।
উপস্থিত রয়েছেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য প্রকৌশলী ফজলুর হক চান। এ ছাড়াও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত রয়েছেন।