শেরপুরে মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ, ইউপি সদস্য পদপ্রার্থীসহ গ্রেপ্তার ২
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মা ও মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার রাতে সংঘবদ্ধ ধর্ষণের এ ঘটনা ঘটে নালিতাবাড়ী উপজেলায়।
মা ও মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে পুলিশ আজ রোববার এক ইউপি সদস্য পদপ্রার্থীসহ দুজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সদস্য পদপ্রার্থী আব্দুস সাত্তার ও সাদেক আলী।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বাদীর লিখিত অভিযোগ উদ্ধৃত করে জানান, শেরপুর সদর উপজেলার এক গৃহবধূ তার ষোড়শী কিশোরী কন্যাকে নিয়ে নালিতাবাড়ী উপজেলায় বাবার বাড়িতে বেড়াতে আসেন। গতকাল শনিবার দুপুরে প্রতিবেশী সাত্তার ও সাদেক মা ও মেয়েকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে ব্যাটারিচালিত রিকশায় করে দিনভর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। পরে রাতে একটি নির্মাণাধীন বাড়িতে নিয়ে যান মা ও মেয়েকে। সেখানে সাত্তার, সাদেকসহ আরও অন্তত সাতজন তাদের দুজনকে সংঘবদ্ধ ধর্ষণ করেন।
ওসি আরও জানান, অভিযোগ পাওয়ার পর তারা দ্রুত অভিযান চালিয়ে মূল অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেন এবং সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা গ্রহণ করেন।
ঘটনার সঙ্গে ইউপি নির্বাচন সংক্রান্ত কোনো বিষয় জড়িত কি না, এমন প্রশ্নের জবাবে ওসি বছির আহমেদ বাদল বলেন, বিষয়টি তদন্তের পরই বলা যাবে।
এদিকে মা ও মেয়েকে ডাক্তারি পরীক্ষার জন্য শেরপুর জেলা হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।