শেরপুরে মাধ্যমিকের ৯ হাজার বইসহ আটক ১
মাধ্যমিকের শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের বই খোলাবাজারে বিক্রি ও মজুত করার অভিযোগে শেরপুরে একজনকে আটক করেছে পুলিশ। এসময় অষ্টম, নবম ও দশম শ্রেণির বইসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে।
গতকাল বুধবার (২২ জানুয়ারি) রাতে সদর উপজেলার ধাতিয়াপাড়া এলাকা থেকে বই ভর্তি ট্রাকটি আটক করা হয়। আটক গাড়ি চালকের নাম মাইদুল ইসলাম (৩২)।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম জানান, বুধবার রাতে একটি বিশেষ সংস্থার দেওয়া তথ্য অনুসারে অভিযান চালিয়ে বইগুলো উদ্ধার করে পুলিশ। এরমধ্যে চলতি বছরের অষ্টম, নবম ও দশম শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত বিভাগের মোট ৯ হাজার বই রয়েছে। বইগুলো কুড়িগ্রাম জেলার রৌমারি উপজেলা থেকে বিক্রির উদ্দেশে ঢাকা নিয়ে যাওয়া হচ্ছিল।