নেত্রকোনা থেকে বিলুপ্তপ্রায় গন্ধগোকুল উদ্ধার
নেত্রকোনার সদর উপজেলার সতরশ্রী বাজার এলাকা থেকে একটি আহত গন্ধগোকুল উদ্ধার করেছে বনবিভাগ। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়রা প্রাণীটিকে রাস্তার পাশে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে বনবিভাগে খবর দেয়। পরে রাত ১১টার দিকে বন বিভাগের একটি দল এসে সেটিকে উদ্ধার করে জেলা বন কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যায়।
বনবিভাগ সূত্রে জানা গেছে, উদ্ধার করা গন্ধগোকুলটি প্রায় তিন ফুট লম্বা এবং দেড় ফুট উচ্চতার। দেখতে অনেকটা চিতাবাঘের মতো হওয়ায় স্থানীয়দের মধ্যে প্রথমে বিভ্রান্তি তৈরি হয় এবং অনেকেই এটিকে বাঘ মনে করে।
স্থানীয়রা জানায়, রাতের বেলায় প্রাণীটি রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ির ধাক্কায় আহত হয়। ধাক্কা লাগার পর সেটি রাস্তার পাশে পড়ে থাকে। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা বন বিভাগে খবর দেয়। বন বিভাগ প্রাণীটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়।
পরে আজ রোববার সকালে জেলা ভেটেরিনারি হাসপাতালের তত্ত্বাবধানে গন্ধগোকুলটির চিকিৎসা শুরু হয়।
বন বিভাগ জানিয়েছে, বন্যপ্রাণীটি পুরোপুরি সুস্থ হলে প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেওয়া হবে, যাতে এটি স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে।
নেত্রকোনা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম উদ্দীন এলাহী বলেন, “আমরা গন্ধগোকুলটিকে আহত অবস্থায় উদ্ধার করেছি। এর মাথায় আঘাত রয়েছে। বর্তমানে চিকিৎসা চলছে। সুস্থ হয়ে উঠলে এটিকে আবার বনে অবমুক্ত করা হবে বলেও জানান তিনি।

ভজন দাস, নেত্রকোনা