ঘাটাইলে বাজার থেকে ৬ ককটেল সদৃশ বস্তু উদ্ধার
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা সদরের প্রধান বাজার এলাকা থেকে ককটেল সদৃশ ৬টি বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে পরিত্যক্ত অবস্থায় বস্তুগুলো উদ্ধার করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পুলিশ ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, সকালে এক অজ্ঞাত ব্যক্তি বাজারের একটি দোকানের সামনে একটি ব্যাগ রেখে দ্রুত স্থান ত্যাগ করেন। দীর্ঘক্ষণ ব্যাগটি সেভাবে পড়ে থাকতে দেখে ব্যবসায়ীদের মনে সন্দেহের সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যে ব্যাগের ভেতরে বিস্ফোরক থাকার খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় আতঙ্ক দেখা দেয়। পরে ব্যবসায়ীরা তাৎক্ষণিকভাবে বিষয়টি ঘাটাইল থানা পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে এবং সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেয়। এরপর ব্যাগটিতে তল্লাশি চালিয়ে লাল কস্টেপ দিয়ে মোড়ানো ককটেল সদৃশ ৬টি বস্তু উদ্ধার করা হয়।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান জানান, উদ্ধারকৃত বস্তুগুলো বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। এগুলো আসলে কী, তা নিশ্চিত হতে পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট বিশেষজ্ঞ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
তিনি আরও জানান, এ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে। বাজারের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে অভিযুক্ত ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা চলছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং জনমনে স্বস্তি ফেরাতে বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

মাহমুদুল হাসান, টাঙ্গাইল (ঘাটাইল-ভূঞাপুর-গোপালপুর)