শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ১৫ কোটি ৭৩ লাখ টাকা দিল বিএটি

ছবি : সংগৃহীত
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ১৫ কোটি ৭৩ লাখ টাকা লভ্যাংশ জমা দিয়েছে বিএটি বাংলাদেশ।
আজ সচিবালয়ে প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সঙ্গে সাক্ষাৎ করে বিএটি বাংলাদেশের মানবসম্পদ বিভাগের প্রধান সাদ জসিমের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল ১৫ কোটি ৭৩ লাখ ৭৭ হাজার ৩০০ টাকার একটি চেক প্রতিমন্ত্রীর হাতে তুলে দেন।
এ সময় মন্ত্রণালয়ের সচিব এহছানে এলাহীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।