সন্ত্রাস-বিশৃঙ্খলার বিরুদ্ধে আ.লীগের কঠোর হুঁশিয়ারি
আন্দোলনের নামে বিএনপিসহ অন্যান্য দল বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোর হস্তে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের নেতারা। আজ শুক্রবার বিএনপি ও তার সমমনা দলগুলোর গণমিছিলের দিনে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন তাঁরা। এদিন রাজধানী বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থান এবং সমাবেশে অংশ নেন নেতারা।
জানা গেছে, ঢাকায় বিএনপির গণমিছিল ঘিরে আজ বেশ কয়েকটি স্থানে সমাবেশ করে আওয়ামী লীগ। যাত্রাবাড়ী, ফার্মগেট, শ্যামলী, মিরপুর, গাবতলী, রামপুরা, বাড্ডা, উত্তরা, মহাখালীতে সামবেশ হয়। এসব এলাকায় ঢাকা মহানগর, থানা এবং ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় নেতারা পৃথক পৃথকভাবে এসব সমাবেশে বিশৃঙ্খলার বিরুদ্ধে হুঁশিয়ারি দেন।
আক্রান্ত হলে ছাড় দেব না : কাদের
ঢাকার শ্যামলী স্কয়ার প্রাঙ্গণে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তিসমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেখানে তিনি বলেছেন, আমরা কাউকে আক্রমণ করব না, তবে আক্রান্ত হলে কোনো ছাড় দেব না। বিএনপি এ রাষ্ট্রকে ধ্বংস করেছে। এই রাষ্ট্রের গণতন্ত্রকে হত্যা করেছে। এরা নষ্ট রাজনীতি করে। যারা নষ্ট রাজনীতি করে তারা রাষ্ট্র মেরামত করতে পারে না, রাষ্ট্রকে ধ্বংস করে।
বিশৃঙ্খলার অপচেষ্টা চললে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করব : হাছান মাহমুদ
বঙ্গবন্ধু এভিনিউয়ে আজ শুক্রবার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির জোট কিছু দিন পর পর সাপের মতো চামড়া বাদলায়। সাপ যেমন কিছু দিন পরপর চামড়া বদলায়, বিএনপিরও একই দশা। কোনো সময় ২০ দল হয়, কোনো সময় ২৪ দল হয়, আবার ১২ দল হয়। এখন বলছে ৩৩ দল। এই ৩৩ দলের মধ্যে ৩০ দল খুঁজে পাওয়া যাবে কি না, তা নিয়ে সন্দেহ আছে। হাতেগোনা কয়েকটি দল ছাড়া বাকিগুলো আসলে সাইনবোর্ড সর্বস্ব দল।
হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির গণমিছিল নিয়ে মানুষ আতঙ্কিত। আজ তাদের গণমিছিলে ঢাকা শহরের মানুষ আতঙ্কিত। সরকারি দল হিসেবে আমাদের দায়িত্ব মানুষের পাশে থাকা। কেউ যাতে শান্তিশৃঙ্খলা বিনষ্ট করতে না পারে, সেজন্য আমরা মাঠে আছি। কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালায়, তাহলে আমরা জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করব।’
সাম্প্রদায়িক অপশক্তির মূল উপড়ে ফেলতে হবে : নানক
বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। সেখানে তিনি বলেন, ‘আন্দোলন-সংগ্রামের নামে বিএনপি-জামায়াত যদি মানুষের জান-মালের ক্ষতি করার চেষ্টা করে তাহলে তাদের কঠোর হস্তে দমন করা হবে।’
নানক বলেন, ‘সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে আমরা সব সময় লড়াই করে আসছি। প্রতিনিয়ত, প্রতিক্ষণ আমরা লড়াই করছি। এ লড়াই সংগ্রাম আমাদের চলবে। এদের মূল উপড়ে ফেলতে হবে।’
মিছিল-সভার নামে সন্ত্রাসী কর্মকাণ্ডে ছাড় দেওয়া হবে না : মায়া
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘ঢাকার মানুষ তাদের পক্ষে নেই। হুঙ্কার দিয়ে মাঠে থাকতে পারবে না। আমরা রাজপথে আছি। জনগণের জান-মাল রক্ষা করার পবিত্র দায়িত্বে আমরা রয়েছি। যদি তারা মিছিলের নামে, সভার নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করে তাহলে তাদের ছাড় দেওয়া হবে না।’