সম্ভাব্য দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১৫
ভোলার মনপুরায় সম্ভাব্য এক চেয়ারম্যান পদপ্রার্থীর মোটরসাইকেল শোডাউন এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সম্ভাব্য অপর চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে রাতভর দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাতে মনপুরা উপজেলার রামনেওয়াজ এলাকায় এ ঘটনা ঘটে। তারা দুজনই ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।
থানা পুলিশ ও ক্ষতিগ্রস্তরা জানায়, গতকাল রাত ৮টায় উপজেলার মনপুরা ইউনিয়নের বরখাস্ত হওয়া সাবেক চেয়ারম্যান মো. আমানত উল্লাহ আলমগীর এবং সাবেক চেয়ারম্যান মো. আলাউদ্দিনের সমর্থকদের মধ্যে রাতভর দফায় দফায় সংঘর্ষ হয়। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০টি ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও ৩০টি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনাসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন সমর্থক আহত হয়েছে। ওই সময় বরখাস্ত হওয়া চেয়ারম্যান মো. আমানত উল্লাহ আলমগীরের লোকজন ৩০টি মোটরসাইকেল নিয়ে এলাকায় মহড়া দিচ্ছিল। এ সময় সাবেক চেয়ারম্যান মো. আলাউদ্দিনের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষ শুরু হয়। এরপর রাতভর চলে কয়েক দফা সংঘর্ষ। সংঘর্ষে মহড়ায় থাকা অন্তত ৩০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। সংঘর্ষে মো. রহিজল (১৮), মো. রাসেল (৪০), মো. শাহে আলম (৩০), মো. ছোটনসহ (২৮) ১৫ জন আহত হন। পরে আহতদের মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে মো. রহিজলের অবস্থার অবনতি হলে তাকে ভোলা সদর হাসপাতালে এনে ভর্তি করা হয়। এদিকে খবর পেয়ে মনপুরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
বরখাস্ত হওয়া সাবেক চেয়ারম্যান মো. আমানত উল্লাহ আলমগীর বলেন, আমার রামনেয়াজের মাছের আড়ত এবং নিজস্ব অফিস ভাঙচুর করেছে তারা। সামনে নির্বাচনি তফসিল ঘোষণা, তাই এলাকায় আধিপত্য বিস্তার করার জন্য বহিরাগত সন্ত্রাসী দিয়ে সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন এসব করাচ্ছেন।
এদিকে সাবেক চেয়ারম্যান মো. আলাউদ্দিন বলেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বরখাস্তকৃত চেয়ারম্যান মো. আমানত উল্লাহ আলমগীর সন্ত্রাসী ভাড়া করে মোটরসাইকেল নিয়ে এলাকায় মহড়া দিচ্ছিল। এ সময় গ্রামবাসী অতিষ্ঠ হয়ে বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। সন্ত্রাসীরা এলাকার সাধারণ মানুষের ঘরবাড়িতে হামলা করে ভাঙচুর করেছে।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদ আহম্মদ সাংবাদিকদের বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এ ছাড়া এ ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। বর্তমানেপরিস্থতি নিয়ন্ত্রণে রয়েছে।