সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিজয় উৎসব শুরু আজ
অসাম্প্রদায়িক চেতনা ও উদারবাদী সংস্কৃতির ধারা সমুন্নত রাখতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারসহ ৯টি মঞ্চে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে সম্মিলিত সাংস্কৃতিক জোটের তিন দিনব্যাপী বিজয় উৎসব। গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে বিজয় উৎসব ২০২২ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনের নেতারা।
সংবাদ সম্মেলনে বলা হয়, ’আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে অসাম্প্রদায়িক চেতনা ও উদারবাদী সংস্কৃতির বিরুদ্ধে আঘাত মুক্তিযুদ্ধবিরোধী প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর রাজনৈতিক পরিকল্পনার অংশ বলে মনে করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। ‘স্পর্ধায় তাড়াব ধেয়ে আসা কালো’ স্লোগানে আজ থেকে শুরু হয়ে শুক্রবার ১৬ ডিসেম্বর পর্যন্ত রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার ও রবীন্দ্র সরোবরসহ ৯টি মঞ্চে এবারের বিজয় উৎসব হবে।’
মঙ্গলবার বিকেল ৪টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে উৎসব উদ্বোধন করবেন অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। উদ্বোধন পর্বে সভাপতিত্ব করবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, স্বাগত বক্তৃতা দেবেন সাধারণ সম্পাদক মো. আহ্কাম উল্লহ্। কর্মসূচিতে থাকছে শহীদ বেদীতে পুস্পার্ঘ্য অর্পণ, এক মিনিট নীরবতা পালন, জাতীয় সংগীত ও মুক্তিযুদ্ধের গান, বিজয়ের আবৃত্তি এবং নৃত্যের সঙ্গে বেলুন উড্ডয়ন। দ্বিতীয় পর্বে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ১৩ থেকে ১৬ ডিসেম্বর, ধানমন্ডির রবীন্দ্র সরোবর মঞ্চে ১৪ থেকে ১৬ ডিসেম্বর, রায়ের বাজার বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে ১৪ থেকে ১৬ ডিসেম্বর, মিরপুর ৬ নম্বর মুকুল ফৌজ মাঠে ১৫ থেকে ১৬ ডিসেম্বর, দনিয়া মাসুদ মঞ্চে ১৪ থেকে ১৬ ডিসেম্বর, ভিক্টোরিয়া পার্কে ১৯ থেকে ২০ ডিসেম্বর, মতিঝিল টিঅ্যান্ডটি কলোনি মাঠে ১৬ ডিসেম্বর, উত্তরা বঙ্গবন্ধু মুক্তমঞ্চে ১৫ ডিসেম্বর ও পূর্বাচল জয় বাংলা স্কয়ারে ১৬ ডিসেম্বর বিজয় উৎসবের অনুষ্ঠান চলবে।
এছাড়া, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহযোগিতায় বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ ১৫ ও ১৬ ডিসেম্বর কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন, ১৭ ডিসেম্বর বেনাপোল ও যশোর এবং ২৩ ডিসেম্বর ঢাকার গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে বিজয় উৎসব উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করেছে। ১৫০টির বেশি সংগঠনের তিন হাজার পাঁচশর বেশি শিল্পী এবারের বিজয় উৎসবে অংশ নেবেন।