দনিয়া সাংস্কৃতিক জোটের তিন দিনব্যাপী বিজয়ের অনুষ্ঠান
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে দনিয়া সাংস্কৃতিক জোট তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা হাতে নিয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) থেকে আগামী শনিবার (১৬ ডিসেম্বর) পর্যন্ত তিন দিনব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।
আজ বিকেল সাড়ে ৪টায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দনিয়া কলেজ প্রাঙ্গণে প্রদীপ প্রজ্জ্বালন ও সেখান থেকে দনিয়া স্টুডিও থিয়েটার হল পর্যন্ত আলোর মিছিল এবং সন্ধ্যা ৬টায় ‘প্রজন্মের কাছে শহীদ বুদ্ধিজীবীরা’ শীর্ষক আলোচনা সভা দনিয়া স্টুডিও থিয়েটার হলে অনুষ্ঠিত হবে।
এরপর শুক্রবার ও শনিবার (১৫ ও ১৬ ডিসেম্বর) দনিয়া কলেজ প্রাঙ্গণে প্রতিদিন বিকেল চারটা থেকে সন্ত্রাস ও সম্প্রদায়িকতামুক্ত বাংলাদেশ বিনির্মাণে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সাংস্কৃতিক সকল শাখার বিভিন্ন পরিবেশনা যেমন- গান, নাচ, আবৃত্তি, নাটক ইত্যাদি নিয়ে জোটভুক্ত ২০টিরও অধিক সংগঠনের শিল্পীরা ও ৮টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে।