বাহরাইনে এনটিভির বিজয় উৎসব ২০ ডিসেম্বর
মহান বিজয় দিবস উপলক্ষে এনটিভি বাহরাইন কর্তৃক বিজয় উৎসব পালিত হবে আগামী ২০ ডিসেম্বর শুক্রবার।
বাহরাইনের রাজধানী মানামায় ৫ তারকা ডেলমন ইন্টারনেশনাল হোটেলে অনুষ্ঠিত হবে এ বিজয় উৎসব। এতে এনটিভি দর্শক ফোরামের বাহরাইনের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।
বিজয় উৎসবে থাকবে দেশের গান, লোক সংগীত, বাউল গান, একক ও দ্বৈত নৃত্য, কৌতুক, চিত্রাঙ্কন, উপস্থিত দর্শক পর্ব ও পুরস্কার বিতরণ।
বাহরাইনে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিসহ স্থানীয় বাহরাইনি, ভারতীয় ও পাকিস্তানি বিপুল নাগরিককে আমন্ত্রণ জানানো হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জানিয়েছেন বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ারস।