সাংবাদিকদের ওপর হামলায় যুবদলের ৩ নেতা বহিষ্কার
যুবদল পল্লবী থানার ৬ নং ওয়ার্ড শাখার তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। সংগঠন বিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকা ও বিশৃঙ্খলা সৃষ্টির কারণে তাদের বহিষ্কার করা হয়।
বহিষ্কারকৃতরা হলেন—যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, রূপনগর থানা শাখার যুগ্ম সম্পাদক মো. আসিফ এবং পল্লবী থানা যুবদলের সাবেক সহসভাপতি জুয়েল খান।
এ ছাড়া বিশৃঙ্খলা সৃষ্টির ইন্ধন দেওয়ার সন্দেহে পল্লবী থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদ, পল্লবী থানা যুবদলের সাবেক সভাপতি রজিব হোসেন পিন্টু, পল্লবী থানা যুবদল নেতা মো. পিয়াস ও ২নং ওয়ার্ড পল্লবী থানা যুবদল নেতা মো. মনিরকে কেন সাংগঠনিক শাস্তির আওতায় আনা হবে না, এই মর্মে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
আজ শনিবার (১ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গতকাল রাজধানীর পল্লবীতে ইফতার মাহফিলে সংবাদ সংগ্রহের জন্য যাওয়া কয়েকজন সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটে। এতে বেসরকারি টেলিভিশন এনটিভির বিশেষ প্রতিনিধি ইমরুল আহসান জনি, চ্যানেল আইয়ের প্রতিবেদক আখতার হাবিবসহ বেশ কয়েকজন সাংবাদিক আহত হন। সাংবাদিকদের তথ্যমতে উল্লেখিত সবাই এই হামলায় জড়িত।
যুবদলের পাঠানো বিজ্ঞপ্তিতে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং পুঙ্খাণুপুঙ্খ তদন্ত করে আগামী ৭ দিনের মধ্যে একটি তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম নয়নকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির কাছে উপস্থাপনের জন্য বলা হয়। যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন এই নির্দেশ দিয়েছেন।