সাতক্ষীরায় গৃহবধূর লাশ উদ্ধার
সাতক্ষীরা সদরে খাদিজা খাতুন নামের এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করে প্রতিবেশীরা। গতকাল রোববার দিবাগত মধ্যরাতে শহরের মুন্সিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনাকে হত্যা বলে দাবি করেছেন নিহত গৃহবধূর বাবা গোলাম মোস্তফা। ঘটনার পর থেকে স্বামী আবুল কালাম পলাতক।
জানা যায়, রোববার মধ্যরাতে মুন্সিপাড়ার আবুল কালামের স্ত্রী খাদিজা খাতুনকে (৩০) গলায় রশি দিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলতে দেখে প্রতিবেশীরা তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের মেডিকেল অফিসার জয়ন্ত সরকার জানান, হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়েছে।
সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান বলেন, ‘খাদিজা খাতুনের একটি মেয়ে সন্তান রয়েছে। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে।’
এ বিষয়ে খাদিজার বাবা কুশখালি গ্রামের গোলাম মোস্তফা অভিযোগ করে বলেন, ‘জামাতা আবুল কালাম প্রায়ই মেয়ের ওপর নির্যাতন চালাত। গতকাল রাতেও একইভাবে নির্যাতন করেছে সে। ঘটনার রাতে তাকে পিটিয়ে হত্যা করে গলায় রশি দিয়ে ঘরের আড়ায় ঝুলিয়ে রাখে। আমি এ হত্যার বিচার চাই।’