সাতক্ষীরায় পানি নিষ্কাশনের দাবিতে মানববন্ধন

তিনদিনের প্রবল বর্ষণে তলিয়ে যাওয়া সাতক্ষীরার সোনাই বিল, পদ্মবিল, মালিনী বিলসহ কয়েকটি বিলে পানি জমে তিন হাজার একরেরও বেশি জমির ধান নষ্ট হয়ে গেছে। পানি নিষ্কাশনের অভাবে শিবপুরসহ তিনটি ইউনিয়নের প্রায় এক লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
আজ বুধবার সকালে বিলের পানি দ্রুত নিষ্কাশনের দাবিতে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা বলেন, পানি না সরানোর কারণে আমরা দুর্ভোগের মধ্যে পড়েছি। ফসল নষ্ট হয়ে গেছে। পুকুর, মাছের ঘের পানিতে ভেসে গেছে। নিচু এলাকার কাঁচাপাকা ঘরবাড়ি ও রাস্তাঘাট পানিতে সয়লাব হয়ে আছে।
মানববন্ধন থেকে অবিলম্বে পানি নিষ্কাশনের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।
আবুল কালাম আজাদের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন অধ্যাপক মোজাম্মেল হোসেন, মহাদেব চন্দ্র সরকার, শফিকুল ইসলাম, মনোরঞ্জন সরকার, মজনু গাজী, আব্দুল হাই প্রমুখ।