সাবেক সাংসদ জিয়াউর রহমান খানের মৃত্যুতে বিএনপির মহাসচিবের গভীর শোক
সাবেক সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ব্যারিস্টার জিয়াউর রহমান খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শনিবার রাতে এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর প্রতি গভীর সমবেদনা জানান।
বিএনপির মহাসচিব তাঁর শোকবার্তায় বলেন, ‘ব্যারিস্টার জিয়াউর রহমান খানের মৃত্যুতে জাতি একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ানকে হারাল। তিনি একজন জনপ্রিয় রাজনৈতিক নেতা ছিলেন। ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সদস্য হিসেবে দেশ ও জনগণের কল্যাণে তিনি নিরলসভাবে কাজ করেছেন। এজন্যই ধামরাইয়ের জনগণ তাঁকে বার বার তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছেন।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘জিয়াউর রহমান খান একজন প্রতিথযশা আইনবিদ ছিলেন। তাঁর বাবা আতাউর রহমান খান তদানীন্তন পূর্ব পাকিস্তানের মূখ্যমন্ত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। বাবার কাছ থেকে জনকল্যাণে রাজনীতির শিক্ষা নিয়ে তিনি জাতীয়তাবাদী রাজনীতিতে আত্মনিয়োগ করেছিলেন। বিএনপিতে তাঁর অবদান অনস্বীকার্য।