সাভারে কারখানার ড্রাম থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
সাভারে একটি কারখানার ড্রাম থেকে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। ওই করাখানাশ্রমিকের নাম বাপ্পি মিয়া (২৬)। গতকাল সোমবার রাতে তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের হরিণধরা এলাকার বিসিক শিল্প নগরীর এআইবি ট্যানারি থেকে বাপ্পির মরদেহ উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাপ্পির বাড়ি নোয়াখালী জেলার সদর থানার আন্ডারচর ইউনিয়নের পূর্ব মাইজচড়া গ্রামে।
পুলিশ বলছে, সোমবার বিকেলে ওই ট্যানারিতে একটি ড্রামের ভেতরে বাপ্পির মরদেহ দেখতে পান শ্রমিকরা।
সাভার মডেল থানার এসআই জাহিদুল ইসলাম জানান, হত্যার পরে বাপ্পির মরদেহ ড্রামে ভরে সম্ভবত অন্যত্র সরিয়ে ফেলার পরিকল্পনা করেছিল ঘাতকরা।
জাহিদুল জানান, সাভার থানায় এ বিষয়ে মামলা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি।