সাভারে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান
সাভারে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক কিলোমিটারব্যাপী অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে।
আজ বৃহস্পতিবার সকালে পরিচালিত অভিযানে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের বাঁশবাড়ি ক্লাব মাঠ মোড় শ্যামপুর এলাকার আনুমানিক ৩০০ বাসাবাড়িতে নেওয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সাভার জোনাল বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মো. সায়েমের নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধ পাইপলাইন ও রাইজার জব্দ করা হয়েছে।
এ ব্যাপারে প্রকৌশলী আবু সাদাৎ মো. সায়েম বলেন, ‘আজ সকাল থেকে তেঁতুলঝোড়া ইউনিয়নের বাঁশবাড়ি ও শ্যামপুর এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করা হয়েছে। এখানে একটি অবৈধ চক্র তিতাসের মূল সরবরাহ লাইন থেকে অবৈধ এবং ঝুঁকিপূর্ণভাবে নিম্নমানের পাইপ ও ফিটিংস ব্যবহার করে বিভিন্ন বাসাবাড়িতে গ্যাস সংযোগ প্রদান করেছে।’
সায়েম আরও বলেন, ‘আমরা আজকের অভিযানে আনুমানিক এক কিলোমিটারব্যাপী ৩০০ বাসাবাড়িতে নেওয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছি। এতে অবৈধ সংযোগ কাজে ব্যবহৃত পাইপ ও রাইজার জব্দ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকালে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সাভার জোনাল বিপণন অফিসের উপব্যবস্থাপক মো. আনিসুজ্জামান রুবেল, আব্দুল মান্নান, আমিরুল ইসলাম, সুমন দাশ, সহকারী কর্মকর্তা সাকিব বিন আব্দুল হান্নানসহ তিতাসের কারিগরি দলের সদস্যরা।
অভিযান চলাকালে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য সাভার মডেল থানার পুলিশের পরিদর্শক মো. আন্তাজ আলীর নেতৃত্বে বিপুল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।