সাড়ে ২৬ হাজার ইয়াবাসহ দুই ভাই আটক
রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দর রেলস্টেশনে মাদক ব্যবসায়ী সহদোর দুই ভাইকে আটক করেছে রেলওয়ে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২৬ হাজার ৬৩৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আটককৃতরা হলেন কক্সবাজারের টেকনাফ থানাধীন ডেইলপাড়া এলাকার মো. রফিক আলম (৩০) ও তার ভাই মনির হোসেন ওরফে বাতাইন্না (২৫)।
জিআরপির কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেন থেকে আজ দুপুরে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর রেলওয়ে স্টেশনে নামেন রফিক ও মনির। তাদের সঙ্গে একটি ট্রলিব্যাগ ছিল। তাদের আচরণ সন্দেহজনক হওয়ায় রেলওয়ে পুলিশ ওই দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করে। এ সময় আটককৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে তাদের ট্রলিব্যাগ তল্লাশি করে ২৬ হাজার ৬৩৫ পিস ইয়াবা টেবলেট জব্দ করে। টেবলেটগুলো তিনটি পলিথিনের ভেতর ১৩৯টি জিপার প্যাকেটে রাখা ছিল। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
ওসি আরও জানান, আটককৃতরা আন্তজেলা মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে চোরাইপথে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য আমদানি করে রাজধানীসহ বিভিন্ন এলাকায় ক্রয়বিক্রয় ও সরবরাহ করে আসছিলেন বলে তারা জানিয়েছে।