সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া
রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় এখনও পোড়া গন্ধ। ছড়িয়ে ছিটিয়ে আছে ভবনের ইট, মানুষের পায়ের জুতো ইত্যাদি। এরই মধ্যে পুলিশের সঙ্গে পাল্টিপাল্টি ধাওয়া চলছে ঢাকা কলেজের শিক্ষার্থীদের। এর আগে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গেও ঘটে একই ঘটনা। আজ রোববার (৫ মার্চ) বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ঢাকা কলেজের শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশও তাঁদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। যদিও তা বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ১৫ মিনিটের মতো এ পরিস্থিতি চলে।
শিক্ষার্থীরা জানান, গত বৃহস্পতিবার ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজে সামনে থেকে নামফলক খুলে নিয়ে যান। আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা বাস ভাঙচুর করেছেন বলে দাবি করেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।
ওই ঘটনার জেরে আজ দুপুর ১২টার দিকে সায়েন্স ল্যাব এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই কলেজের শিক্ষার্থীরা। বেলা পৌনে দুটোর দিকে পুলিশ আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের তাদের কলেজের ভেতরে ঢুকতে বাধ্য করেন। পরে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সরিয়ে দিতে চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল গনি সাবু জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনও শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে। সংঘর্ষের কারণ এখনও সুনির্দিষ্টভাবে বলা সম্ভব হচ্ছে না। তবে, শিক্ষার্থীরা জানিয়েছে—আইডিয়াল কলেজের বাসে ঢিল মারাকে কেন্দ্র সংঘর্ষের শুরু হয়েছে।