সিরাজগঞ্জে মদপানে তিনজনের মৃত্যু

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোলে অতিরিক্ত মদপানে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়েছেন আরও তিন যুবক। আজ সোমবার দুপুরে পুলিশ একজনের লাশ উদ্ধার করলেও দুজনকে দাফন করেছে পরিবার।
মৃত ব্যক্তিরা হলেন শিয়ালকোল ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের ওয়াহাব (৩০), আব্দুল্লাহ (৩২) ও সরাইচন্ডী গ্রামের আবু তাহের (৫০)। অসুস্থরা যুবকরা হলেন ওই এলাকার আনোয়ার, বাবু মেম্বার ও হযরত আলী।
সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জসিম উদ্দিন চৌধুরী বলেন, ‘কয়েকজন ব্যক্তি মিলে মদপান করেছিলেন। এদের মধ্যে রাতেই তিনজনের মৃত্যু ও তিনজন অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন বিষয়টি গোপন রেখে রাতেই আব্দুল্লাহ ও ওয়াহাবের লাশ দাফন করে ফেলেন। সকালে বিষয়টি জানার পর ঘটনাস্থল থেকে আবু তাহের নামের একজনের লাশ উদ্ধার করা হয়। দাফন করা দুই ব্যক্তির লাশ আদালতের নির্দেশে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে।’