সিরাজগঞ্জে হাসপাতাল থেকে গ্রেপ্তার ৫ দালাল কারাগারে

সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল থেকে পাঁচ দালালকে গতকাল রোববার গ্রেপ্তার করে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ সোমবার তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. বিল্লাল হোসাইন এ নির্দেশ দেন।
এর আগে গতকাল রোববার বিকেলে হাসপাতাল গেইট এলাকায় অবস্থান করে দূর-দূরান্ত থেকে আসা রোগীদের ভাগিয়ে বিভিন্ন ক্লিনিকে নিয়ে যাওয়ার সময় ওই পাঁচ দালালকে আটক করে ডিবি পুলিশ।
আটককৃতরা হলেন পৌর এলাকার আমলাপাড়া মহল্লার মুন্সী মঞ্জুর-এ খোদা (৩২), হোসেনপুর উত্তর মহল্লার মো. শাহীন (৩২), একই মহল্লার সবুর উদ্দিন মোল্লা (৩৫), হোসেনপুর দক্ষিণের মো. সোহাগ হোসেন (৩৬) ও হোসেনপুর মধ্যপাড়ার মামুন শেখ (৪০)।
সিরাজগঞ্জ ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) খোকন সাহা এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে হাসপাতাল গেইট এলাকায় অভিযান চালিয়ে পাঁচ দালালকে হাতেনাতে আটক করা হয়। আজ তাদের বিরুদ্ধে মামলা করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।