সীমান্তে চোরাকারবারীর ছুরিকাঘাতে বিজিবি সদস্য জখম
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/02/11/joypurhat.jpg)
জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে দুই চোরাচালানিকে আটকের পর তাদের ছুরিকাঘাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ল্যান্স নায়েক বরুণ কুমার আহত হয়েছেন। ছুরিকাঘাতের পর দুই চোরকারবারী পালিয়ে যায়। তবে এ সময় এনামুল হক (৩৩) নামে এক চোরাচালানিকে আটক করা হয়েছে।
আজ মঙ্গলবার ভোরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়াস্থ ২০ বিজিবির সীমান্ত ফাঁড়ির (বিওপি) অদূরে পশ্চিম গোপালপুর (ভীমপুর) গ্রামে এ ঘটনা ঘটে।
জয়পুরহাট ২০-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ মো. আনিসুল হক বলেন, আহত ল্যান্স নায়েক বরুণ কুমারকে প্রথমে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ ব্যাপারে বিজিবির আটাপাড়া সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার সুবেদার আবু সাঈদ বলেন, আজ ভোরে চোরাচালানিদের অগ্রবর্তী দলের দুই সদস্যকে বিজিবি সদস্যরা আটক করে। পরে চোরাচালানিদের মূল হোতাদের ধরার জন্য বিজিবি সদস্য বরুণ কুমার তাদের নিয়ে ভীমপুর গ্রামের এমদাদুল মণ্ডলের বাড়ির পাশের বাঁশঝাড়ে ওত পেতে থাকেন।
এ সময় আটককৃতরা বরুণ কুমারের বাম হাতে ছুরিকাঘাত করে পালানোর চেষ্টা করলে বিজিবির আরেক সদস্য একটি গুলি করেন। পরে বিজিবি সদস্যরা চোরাচালানি এনামুলকে আটক করলেও অন্যজন পালিয়ে যায়।