সীমান্ত হত্যা ভারতের জন্য অত্যন্ত লজ্জার : ড. মোমেন
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যার বিষয়টি ভারতের জন্য অত্যন্ত লজ্জার এবং বাংলাদেশের জন্য দুঃখজনক। এ ধরনের হত্যাকাণ্ড কোনোভাবেই কাম্য নয়।’
আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন ও মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট বিভাগের প্রধান রিয়ার অ্যাডমিরাল (অব.) খুর্শেদ আলম উপস্থিত ছিলেন।
ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) ২১তম সম্মেলন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে বাংলাদেশি নাগরিকদের হত্যা, বিজয় দিবসের অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতির অংশগ্রহণসহ সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন পররাষ্ট্রমন্ত্রী।
সীমান্তে বাংলাদেশি মানুষকে হত্যার বিষয়ে জানতে চাইলে ড. মোমেন বলেন, ‘সীমান্ত হত্যা ভারতের জন্য লজ্জার। আর বাংলাদেশের জন্য দুঃখজনক। আমরা সীমান্তে কোনো হত্যা দেখতে চায় না। দুই দেশই সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করতে সম্মত হয়েছে।’

নিজস্ব প্রতিবেদক