উলিপুরে ইসলামে জ্ঞান চর্চার গুরুত্ব নিয়ে সেমিনার
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ‘ইসলামে জ্ঞান চর্চার গুরুত্ব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আশার স্তম্ভের উদ্যোগে গতকাল শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার পূর্ব শিববাড়ী গ্রামের ঈদগাহ মাঠে এই সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারের বিশেষ আকর্ষণ ছিল পবিত্র কোরআন তেলাওয়াত ও কুইজ প্রতিযোগিতা। এসব আয়োজনের মধ্য দিয়ে পুরো অনুষ্ঠানটি ধর্মীয় ও শিক্ষামূলক আবহে পরিণত হয়। উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উলিপুর মসজিদুল হুদা জামে মসজিদের খতিব মাওলানা মো. আনসার আলী। বিশেষ অতিথি ছিলেন মালতীবাড়ী দিগড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অহিদুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন উলিপুর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আবুল হোসেন, কামাল খামার ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ, কৃষ্ণমঙ্গল স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক মাওলানা শাহিদুল ইসলাম, নাজিরেরটারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম সবুজ, জোনায়েদ কামাল, আশরাফুল আলম, আব্দুল মোত্তালিবসহ আরও অনেকে।
আলোচকরা পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ইসলামে জ্ঞান চর্চার গুরুত্ব তুলে ধরে বলেন, ‘ইসলামে জ্ঞান অর্জনের গুরুত্ব অপরিসীম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের প্রথম যে আয়াত মানবজাতির কল্যাণের জন্য অবতীর্ণ করেছেন, তা ছিল শিক্ষা অর্জনের নির্দেশ স্বরূপ। আর অবতীর্ণকৃত প্রথম শব্দ ছিল ‘ইকরা’, যার অর্থ ‘পড়’।’
দোয়া ও মোনাজাতের মাধ্যমে সেমিনারের আনুষ্ঠানিক কার্যক্রমের সমাপ্তি ঘটে।

তানভীরুল ইসলাম, কুড়িগ্রাম (চিলমারী- উলিপুর)