মিরপুরে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর মিরপুরের কালশী এলাকায় শুক্রবার রাতে একটি বহুতল ভবনে আগুন লাগে। ছবি : সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিও থেকে নেওয়া
রাজধানীর মিরপুরের কালশীতে বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আজ শুক্রবার (২৪ অক্টোবর) রাতে ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম কর্মকর্তা আনোয়ার আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রাত ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।’
এর আগে শুক্রবার রাত ১০টা ১২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান।
রাকিবুল হাসান বলেন, আমরা রাত ১০টা ১২ মিনিটে মিরপুরের কালশীতে একটি ভবনের ছয়তলায় আগুন লাগার খবর পাই। তাৎক্ষণিক আমাদের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে। সেখানে আরও চারটি ইউনিট যাচ্ছে।
আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে এখনও জানা যায়নি।

এনটিভি অনলাইন ডেস্ক