সুন্দরবনের খালে ভাসছে বিষ প্রয়োগে মৃত মাছ
সুন্দরবনের ভেতরের খালে ভাসছে বিষ প্রয়োগে মৃত মাছ। দুর্বৃত্তদের দেওয়া বিষে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বন বিভাগ। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রচেষ্টা চলাচ্ছেন বন কর্মকর্তারা।
সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধারা স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান বলেন, ‘কোনো ধরনের পাস পারমিট ছাড়া গোপনে ঢুকে বনের উরুবুনিয়া খালের নলবুনিয়া এলাকায় বিষ দেয় একদল দুর্বৃত্ত। অন্তত দুদিন আগে দেওয়া বিষে খালের ওই এলাকায় মরা ট্যাংরা ও দাতিনা মাছ ভাসছে। গতকাল সোমবার বিকেলে নিয়মিত টহলে গিয়ে বিষ প্রয়োগে মৃত মাছ ভাসতে দেখতে পান কাটাখালী, শুয়ারমারা ও বরইতলা টহল ফাঁড়ির বনপ্রহরীরা। বিষ দেওয়া এ খালটি শুয়ারমারা ও কাটাখালী টহল ফাঁড়ির মধ্যবর্তী জায়গায়।’
বন কর্মকর্তা মো. শাহজাহান বলেন, ‘এরই মধ্যে এ দুর্বৃত্ত চক্রের মুল হোতা আলমগীর ওরফে খোকনকে শনাক্ত করা হয়েছে। খোকনের বাড়ি বন সংলগ্ন হোগলাবুনিয়া গ্রামে। তাকেসহ তার অপর সহযোগীদের ধরতে বনবিভাগের তৎপরতা চলছে।’