সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে মৃত বাঘ উদ্ধার
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের চুনকুড়ি নদীর তীরে গভীর জঙ্গল থেকে একটি মৃত বাঘ উদ্ধার করেছে বনবিভাগ। মাছধরা জেলেদের কাছ থেকে খবর পেয়ে বনবিভাগের লোকজন রোববার রাতে বাঘটি উদ্ধার করে। এ প্রতিবদেন লেখা পর্যন্ত বাঘটি ঘটনাস্থলেই রয়েছে বলে জানায় বনবিভাগ।
বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এমএ হাসান বলেন, ‘আমরা জেলেদের মুখ থেকে খবরটি জানতে পারি। সে অনুযায়ী সন্ধ্যায় বনের ৫০ নম্বর কম্পার্টমেন্টে তল্লাশি চালিয়ে মৃত বাঘটির সন্ধান পাই। বাঘটি বার্ধক্যজনিত কারণে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। তার কয়েকটি দাঁত পড়ে গেছে বলে আমরা সুরতহাল রিপোর্টে দেখেছি। মৃত বাঘটিকে স্থলভূমিতে এনে ময়নাতদন্তের পর আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।’
সহকারী বন সংরক্ষক এমএ হাসান আরও বলেন, ‘বাঘের বয়স সর্বোচ্চ ১৫ বছর হবে। বৃদ্ধ হলে বাঘ দৌড়াতে পারে না। ফলে দ্রুতগামী কোনো শিকারও ধরতে পারে না। বাঘটির মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।’
কিছু দিন আগে চুনকুড়ি নদীর তীরে একজন মৌয়াল ও একজন জেলে বাঘের আক্রমণে নিহত হয়েছিলেন।
জেলেদের একটি সূত্র জানিয়েছে, কোনো ফাঁদে জড়িয়ে থাকার পর বাঘটি মারা গিয়ে থাকতে পারে। হরিণ শিকারের জন্য শিকারীরা যে ফাঁদ পেতে থাকে, তাতে জড়িয়ে বাঘটি মারা যেতে পারে। তবে, বাঘটির বয়স অনেক হয়েছে বলেও উল্লেখ করেন জেলেরা।