সুসময় দুর্বল নেতৃত্ব তৈরি করে : পলক
সুসময় দুর্বল নেতৃত্ব তৈরি করে জানিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আওয়ামী লীগ ১৩ বছর ক্ষমতায় আছে বলে এটাকে সুসময় মনে করে ভুল নেতৃত্ব বেছে নেওয়া যাবে না। কারণ, ভুল নেতৃত্ব দলকে আবার দুঃসময়ে নিয়ে যেতে পারে। এজন্য মেধা, সততা ও সাহসিকতার বিচারে নেতৃত্বের দায়িত্ব দিতে হবে।
আজ শনিবার বিকেলে সিংড়া কোর্ট মাঠে পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এ সব কথা বলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক।
পলক বলেন, ‘পদ-পদবী কাউকে নেতা বানাতে পারে না। মেধা, কর্ম ও সাহসিকতা দিয়ে নেতৃত্বে অর্জন করতে হয়।’
আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ‘উপজেলা চেয়ারম্যান, মেয়র এগুলো ক্ষণস্থায়ী পদ। আওয়ামী লীগের সংগঠন স্থায়ী। এজন্য সবাইকে দলের শৃঙ্খলা ও শক্তি বজায় রাখাতে হবে।’
সম্মেলনে ডালিম আহমেদ ডনকে সভাপতি, সাজ্জাদ হোসেনকে সাধারণ সম্পাদক এবং কামরুজ্জামান বাবু ও হান্নান আহমেদকে সাংগঠনিক সম্পাদক করে সিংড়া পৌর আওয়ামী লীগের নতুন কমিটি গঠন করা হয়।
সিংড়া উপজেলা চেয়ারম্যান ও পৌর আওয়ামী লগের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লগের সভাপতি ওহিদুর রহমান শেখ, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জান্নাতুল ফেরদৌসসহ অন্যান্য নেতারা।