সেই গৃহবধূ স্বামীর ঘরে, খেতা শাহ কোথায় ?
ময়মনসিংহের তারাকান্দায় ফজলুল হক তালুকদার ওরফে খেতা শাহ (৬০) নামে এক ফকিরের সঙ্গে পালিয়ে যাওয়া সেই গৃহবধূকে ১৯ দিন পর উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে গাজীপুরের টঙ্গী থেকে ওই নারীকে উদ্ধার করা হয়। তবে এ সময় খেতা শাহ ঘটনাস্থলে ছিলেন না। তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের এনটিভি অনলাইনকে এই খবর নিশ্চিত করেছেন।
আজ সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ওই নারীর ফরেনসিক পরীক্ষা করানো হয়। রিপোর্ট অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। পরে ওই নারী আদালতে জবানবন্দি প্রদান করেন। জবানবন্দি দেওয়ার পর আদালতে তাঁকে স্বামীর হেফাজতে দেন।
দেড় মাস আগে ফজলুল হক তালুকদার ওরফে খেতা শাহর সঙ্গে জেলার তারাকান্দার টিকুরি গ্রামের সফিকুল ইসলামের পরিচয় ঘটে। খেতা শাহকে আধ্যাত্মিক মানুষ মনে হওয়ায় নিজের বাড়িতে নিয়ে যান। পরে ২২ জুন ওই নারী খেতা শাহকে নিয়ে গোয়াতলা গ্রামে বাবার বাড়ি যান। দুপুরে স্বামীর বাড়ি আসার কথা বলে চলে আসেন। কিন্তু তারা আর ফিরেননি।
পরে গত ১ জুলাই ওই নারীর স্বামী বাদী হয়ে খেতা শাহকে আসামি করে তারাকান্দা থানায় অপহরণ মামলা করেন।