টানা ২২ ঘণ্টার ভারি বর্ষণে ভাঙল নেতাই নদীর বাঁধ
টানা ২২ ঘণ্টার ভারি বর্ষণে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় নেতাই নদীর বাঁধ ভেঙে গেছে। ভারি বর্ষণের সঙ্গে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে।
এতে পানিবন্দি হয়ে পড়েছে গামারিতলা, দক্ষিণ মাইজপাড়া, ঘোষগাঁও ইউনিয়নের ২০ গ্রামের প্রায় ৬০০ পরিবারের তিন হাজার মানুষ। বন্যার পানিতে তলিয়ে গেছে সদ্য রোপণ করা আমন ধান। এতে চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষক।
ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত শারমিন এ তথ্য নিশ্চিত করে বলেন, এলাকায় বিদ্যুৎ নেই। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও বলা যাচ্ছে না। তবে কোনো প্রাণহানির খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।
এর আগে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। টানা বর্ষণ হয় শুক্রবার বিকেল পর্যন্ত। বিকেল ৪টায় বৃষ্টি কিছুটা কমলেও কিছুক্ষণ পর বৃষ্টি আবার শুরু হয়।